আপনি কে আশা এনজিও ব্যাংক থেকে লোন নিতে আগ্রহী? আমার মনে হয় আপনি আশা এনজিও থেকে লোন নেওয়ার জন্য চিন্তাভাবনা করে ফেলছেন। যদি আপনি এই চিন্তা নিয়ে চলেন, তাহলে আপনার জন্য আমার এই পোস্ট টি। এই পোস্টটার মধ্যে পাবেন যাবতীয় ইনফর্মেশন asa ngo ব্যাংক থেকে কিভাবে আপনারা অতি তাড়াতাড়ি সহজভাবে লোন নিতে পারেন। সেই অনুযায়ী আজকে আমার আলোচনা করা, কি কি আপনার প্রয়োজন পড়বে এবং কিভাবে তারা এই লোনটা গ্রাহকদের মাঝে দিয়ে থাকে। সম্পূর্ণরূপে আপনাদেরকে বলবো তাহলে আর দেরি না করে, চলুন আমরা পড়েনি কিভাবে আমরা আশা এনজিও ব্যাংক থেকে লোন নিতে পারে অতি সহজে।
আশা এনজিও সম্পর্কে কিছু আমাদের বলা
(asa ngo) আশা এনজিও হল একটি মানুষের কল্যাণের একটি কর্মসংস্থান এবং উদ্যোক্তার খোঁজে, ছোট মাঝারি ও ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। এবং ওরা বড় ঋণ দিয়ে থাকে, ব্যবসা উপযোগী বুঝে। ব্যবসা-বাণিজ্য দিকে এবং 15 20 লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। ক্ষুদ্রঋণ বলতে গেলে তারা 20 হাজার থেকে শুরু করে 5 লাখ টাকা এটা হল তাদের ক্ষুদ্র ঋণের আওতায় ঋণ দিয়ে থাকে। আজকে অনেকদিন একটা এনজিও সংস্থা যেটা মানুষের মাঝে ঋণ বিতরণ করে আসছে। বহুদিন যাবত স্বচ্ছতার সাথে, তাই আপনি আশা এনজিও তেকে আপনারা সরাসরি লোন নিতে পারবেন সশরীরে হাজির হয়ে।
আশা এনজিও ব্যাংক কিভাবে লোম দিয়ে থাকে এবং কোন কোন ক্যাটাগরিতে তারা লোন প্রদান করে
আশা এনজিও সংস্থা হচ্ছে একটি বহুমুখী এনজিও ঋণ দাতা সংস্থা। তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে একত্র করে 15, 20, 30 জন এভাবে একটা ওরা সংগঠন তৈরি করে। ওই সংগঠনের মাধ্যমে সবাইকে একই সাথে ঋণ প্রদান করে। এভাবে করে থাকে শুধু বাড়ির মহিলাদের মাধ্যমে ওদেরকে একত্রে করে 10 জন 15 জন এভাবে একটা গ্রুপ গ্রুপ করে তারা এভাবে ঋণটা বিতরণ করে আসে।
- আরেকটা হল আপনার ব্যবসার ধরন দেখে, দোকানদার হিসাবে দোকানের ট্রেড লাইসেন্স দোকানের আপনার ব্যবসা পরিচালনা দেখে আপনাকে ব্যবসায়িক লোন দিয়ে থাকে।
- আর কৃষি লোন দিয়ে থাকে।
আশা এনজিও ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কি কি প্রয়োজন পড়ে
আশা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হয় সেটি আমরা নিচে লিখে দিয়েছি। সেখান থেকে আপনারা দেখবেন সে সমস্ত কাগজপত্র আপনার প্রয়োজন পড়বে অবশ্যই।
- আপনার আইডি কার্ড এর ফটোকপি।
- আপনার স্বামীর আইডি কার্ডের ফটোকপি অথবা আপনার মা-বাবার ফটোকপি
- আর জামানত হিসেবে নেবে আপনার গ্রূপে যে সদস্য গুলো আছে তাদেরকে জামানত হিসেবে রাখবে তাদের 23 জনের সাক্ষ্য নেবে এবং তাদের আইডি কার্ড এর ফটোকপি নেবে
আপনি যদি ব্যবসার জন্য নিতে চান তাহলে আপনার যে সমস্ত কাগজপত্র প্রয়োজন পড়বে সেগুলো আমরা নিচে লিখে দিলাম।
- আপনার আইডি কার্ডের ফটোকপি
- আপনার ওয়াইফ এর আইডি কার্ডের ফটোকপি অথবা আপনার মা-বাবার আইডি কার্ডের ফটোকপি।
- আপনার একটি চেক লাগবে।
- আপনার ট্রেড লাইসেন্স লাগবে যেটা আপনার নবায়ন থাকতে হবে।
- এবং দুইজন জামিনদার লাগবে।
- জামিনদারের আইডি কার্ডের ফটোকপি।
আশা এনজিও ব্যাংক সংস্থার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন?
ওদের সাথে যোগাযোগ করতে হলে, আপনার নিকটতম আশা এনজিও ব্যাংক সংস্থার অফিস আছে, সেখানে গিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এইখানে ওদের যোগাযোগের যাবতীয় ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি।
asa ngo website | https://asa.org.bd/ |
ASA NGO phone number | +88 02 58155614 +88 02 58155609 +88 02 58155622 +88 02 58155627 |
ASA NGO Email | [email protected] [email protected] |
ASA NGO Facebook | Facebook Page |
ASA NGO YouTube | YouTube Channel |
ASA NGO LinkedIn | LinkedIn Page |
আশা এনজিও ব্যাংক এর ঠিকানা (ASA NGO Address Head Office)
ASA Tower, 23/3, Bir Uttam A.N.M Nuruzzaman Sharak,
Shyamoli, Dhaka-1207,
Bangladesh
ASA NGO Google Map
ASA Loan Info:
Serial No | DESCRIPTION | Primary Loan | Special Loan |
---|---|---|---|
1 | Service charge, Declining method | 24% | 24% |
2 | Service charge per Tk. 1000 | Tk. 150 | Tk. 150 |
3 | Weekly pay-back per Tk. 1000 | … | … |
4 | Number of weekly installments to complete repayment | 45 | 45 |
5 | Loan insurance premium during every cycle disbursement | Tk. 7 per thousand for coverage of member and spouse.nTk. 3 per thousand for coverage of member only | Tk. 3 per thousand for coverage of member ONLY |
6 | Loan insurance payment after borrower’s death | Outstanding to be Written off | Outstanding to be Written off |
7 | 1st repayment starts | 14 days after disbursement | 14 days and 1 month after disbursement for weekly and monthly installment system respectively |
8 | Grace period and holidays in each cycle (year) | 6 weeks | 6 weeks |
9 | Provision for advance repayment Last | 6 installments | Last 6 installments for weekly and 1 installment for monthly repayment system |
10 | 1st cycle loan amount | Tk. 5,000-99,000 | Tk. 1,00,000-10,00,000 |
11 | Amount increase in next cycle | … | … |
12 | 1st loan disbursement | 1 week after enrollment | 1 week after enrollment |
Read More:
আমাদের শেষ কথা আপনাদের জন্য
আমরা আশা রাখবো এই আর্টিকেলটা আপনার জন্য অতি মূল্যবান হবে। আর আমরা ইতিমধ্যে বুঝে গেছি আপনার যে সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আসছেন। আমাদের এই আর্টিকেলটা পড়ার পর আপনার সেই চিন্তা ভাবনাটা দূর হয়ে গেছে। এবং আপনি অতি সহজে আশা এনজিও থেকে লোটা নিয়ে নিতে পারবেন এটাই আমরা আশা রাখবো। আর যদি আপনার কোনো যদি মন্তব্য থাকে তাহলে, কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানাবেন। অথবা ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনার আরো একটি সলিউশন দেবো। আর এই আর্টিকেলটা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন ভালোবাসার সাথে, ধন্যবাদ আমাদের আর্টিকেলটা পড়ার জন্য। দেখা হবে আরেকটি নতুন আর্টিকেলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।