Islami Bank Free Dual Currency Card: আসসালামুয়ালাইকুম আমি মহিউদ্দিন আপনাদের সাথে আছি discoverbro.com ওয়েবসাইট থেকে, আজকে আপনাদের সাথে ইসলামী ব্যাংক এর ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে। আপনারা অতি সহজে ইসলামী ব্যাংকের একটি ডুয়েল কারেন্সি কার্ড আপনি পেতে পারেন। সম্পূর্ণ বিবরণ এবং কি কি প্রয়োজন পড়বে, সব তথ্য আজকে এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেব। তাই আর দেরি না করে চলুন আলোচনা করি।
- 1 কিভাবে আমরা একটি ডুয়াল কারেন্সি কার্ড পেতে পারি?
- 1.1 Dual Currency Card ডুয়াল কারেন্সি কার্ড কেন আমাদের প্রয়োজন?
- 1.2 ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড কত ধরনের হয়?
- 1.3 ইসলামী ব্যাংকের দুই ধরনের ডুয়াল কারেন্সি কার্ড এর পার্থক্য কি?
- 1.4 ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড নিতে কি কি প্রয়োজন পড়বে?
- 1.5 ইসলামী ব্যাংক থেকে পোষ্টপেইড ডুয়েল কারেন্সি নিতে হলে আপনার কি কি প্রয়োজন পড়বে?
- 2 Islami Bank – ইসলামী ব্যাংক Info:
কিভাবে আমরা একটি ডুয়াল কারেন্সি কার্ড পেতে পারি?
আমি কিভাবে নিয়েছি এ ডুয়াল কারেন্সি কার্ড টি, তা আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানাবো। এ কিছুদিন আগে আমার প্রয়োজন ছিল একটি ডুয়াল কারেন্সি কার্ড যেকোনো ব্যাঙ্ক থেকে নেওয়া প্রয়োজন ছিল। আমার কাছে ছিল অবশ্যই অন্য ব্যাংকের Dual Currency Card, তবুও কেন জানি প্রয়োজন বোধ করছিলাম একটি ইসলামী ব্যাংক থেকে আমি Dual Currency কার্ড নেব। সম্পূর্ণ সে অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে তুলে ধরব।
Dual Currency Card ডুয়াল কারেন্সি কার্ড কেন আমাদের প্রয়োজন?
মূলত আমাদের প্রয়োজন পড়ে এই ডুয়াল কারেন্সি কার্ড টি যখন আমরা অনলাইনের মাধ্যমে যেকোনো ইন্টারন্যাশনাল প্রডাক্ট অথবা বাইরের দেশের যে কোন প্রোডাক্ট বা সার্ভিস আমাদের প্রয়োজন পড়ে। তখন আমাদের ডুয়াল Currency কার্ড আমাদের প্রয়োজন পড়ে। কারণ ইন্টারন্যাশনাল সাইট থেকে যখন আমরা কেনাকাটা সার্ভিস যেকোনো কিছুই নেই তখন আমাদের বাংলাদেশের বাংলা টাকা পেমেন্ট গেটওয় গুলো কাজ করে না। তাই আমাদের প্রয়োজন পড়ে একটি Dual কারেন্সি কার্ড।
যেমন কিছু উদাহরণ আমি আপনাদেরকে এখানে উল্লেখ করলাম:
- ফেসবুক এ যখন আমাদের পন্য অথবা যে কোন সার্ভিস ক্যাম্পেইন করতে হয়, তখন আমাদের একটি Dual Currency Card প্রয়োজন পড়ে।
- তদ্রূপ গুগোল এর মধ্যেও আমাদের ওয়েবসাইটটি বলেন, ভিডিও বুষ্টিং বলেন ইউটিউবে, এবং যেকোনো পণ্য গুগলের মাধ্যমে আমরা যখন প্রমোট করতে যায়। তখন আমাদের একটি ডুয়াল কারেন্সি কার্ড লাগে।
- যখন আমরা যেকোনো জিনিস ক্রয় করতে যায়, যেমন শপিং বলেন একটি অ্যামাজন থেকে যদি আমরা পণ্য ক্রয় করতে যাই তখন আমাদের একটি ডুয়াল কারেন্সি কার্ড অবশ্যই প্রয়োজন পড়বে। কারণ ওইখানে বাংলা টাকা আমাদের চলে না, সেই রূপে থিমফরেস্ট alibaba.com আলীএক্সপ্রেস এ সমস্ত সাইটগুলোতে কে আমাদের যখন পণ্য ক্রয় করতে হয় তখনও আমাদের একটি international Dual কারেন্সি Card আমাদের প্রয়োজন পড়ে।
ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড কত ধরনের হয়?
- প্রিপেইড
- পোস্টপেইড
ইসলামী ব্যাংকের দুই ধরনের ডুয়াল কারেন্সি কার্ড এর পার্থক্য কি?
ইসলামী ব্যাংকের প্রিপেইড Dual কারেন্সি কার্ড হল এটার কোনো অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে না জাস্ট আপনাকে একটি কার্ড দিবে ওই কার্ডের মধ্যে যেই কার্ড নাম্বার থাকবে ওই নাম্বারের মাধ্যমে আপনি লেনদেন করবেন।

ইসলামী ব্যাংকের পোস্ট পেড ডুয়াল কারেন্সি কার্ড হল এটি আপনাকে আপনার একাউন্টের মাধ্যমে দিয়ে থাকবে অর্থাৎ আপনার একটি একাউন্ট ইসলামী ব্যাংকে থাকতে হবে সেই একাউন্টের মাধ্যমে আপনাকে এই দুয়াল কারেন্সি কার্ড প্রদান করা হবে।
ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড নিতে কি কি প্রয়োজন পড়বে?
- আপনার একটি পাসপোর্ট প্রয়োজন পড়বে. সে পাসপোর্ট এর মেয়াদ যদি না থাকে তাহলে হবে না।
- জাতীয় পরিচয় পত্র লাগবে যার নাম ভোটার আইডি কার্ড।
- আপনার বাসার অথবা ঘরের একটি বিদ্যুৎ বিল প্রয়োজন পড়বে।
এই তিনটি জিনিস হলে আপনি ইসলামী ব্যাংক থেকে অতি সহজে আপনি একটি প্রিপেইড কার্ড নিয়ে নিতে পারবেন যেটার মধ্যে ডুয়েল কারেন্সি সচল থাকবে।
ইসলামী ব্যাংক থেকে পোষ্টপেইড ডুয়েল কারেন্সি নিতে হলে আপনার কি কি প্রয়োজন পড়বে?
- ইসলামী ব্যাংক ডুয়েল কারেন্সি পোষ্টপেইড কার্ড যদি আপনি নিতে চান তাহলে আপনার প্রথমে প্রয়োজন পড়বে তা হল আপনার ভোটার আইডি কার্ড।
- 4 কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি।
- পাসপোর্ট আপনার প্রয়োজন পড়বে।
- একজন নমিনির আইডি কার্ড এর ফটোকপি।
- নমিনির দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো।
এতটুকু হলেই আপনার একটি ডুয়েল কারেন্সি পোষ্টপেইড কার্ড আপনারা পেয়ে যাবেন অতি সহজেই ইসলামী ব্যাংক থেকে।
Islami Bank – ইসলামী ব্যাংক Info:
Website | https://www.islamibankbd.com/ |
[email protected] | |
GPO Box no | 233 |
Telephone | (02) 223384816, 223383040 |
Telex | 642525 IBANK BJ 632403 IBANK BJ 671620 IBANK BJ |
SWIFT | IBBLBDDH |
Cable | ISLAMIBANK |
Phone | 16259 |
ATM Card Support | 01713190693, 01729072890, 01729072891, (02) 223386674, 9830840, 9830844 |
@islamibankbangladeshlimited | |
YouTube | @IslamiBankBangladeshLimited |
@islamibank | |
@islamibankbangladeshlimited | |
@IBBL1983 |
সমাপ্তি
প্রিয় বন্ধুরা আপনারা আশা করি আমার এই আলোচনাটা অবশ্য পড়েছেন। এবং বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটি ডুয়েল কারেন্সি কার্ড অতি সহজেই ইসলামী ব্যাংক থেকে নিতে পারেন। সেই সমস্ত তথ্য গুলো আপনারা পেয়ে গেছেন। আমি আশা রাখবো আপনাদের কোনো ঝামেলা হবে না, এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের দুয়াল কারেন্সি কার্ড টা আপনাদের হাতে পেয়ে যাবেন। কোন ঝামেলা ছাড়া আর যদি আপনাদের যদি কোন মন্তব্য যদি থাকে এ বিষয়ে অবশ্যই অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত টা দিয়ে যাবেন। এবং রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এই পোস্টটি অন্যদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ। আজকের মত এখানেই, আরো অনেক কিছু নিয়ে হাজির হব আপনাদের জন্য দোয়া করবেন সবাই।