শক্তি ফাউন্ডেশন এনজিও থেকে ক্ষুদ্রঋণ পার্সোনাল লোন নেওয়ার সহজ উপায় 2023 | Microfinance Personal Loan from Shakti Foundation NGO

শক্তি ফাউন্ডেশন এনজিও থেকে ক্ষুদ্রঋণ ও পার্সোনাল লোন ঋণ, কৃষি ঋণ, এডুকেশন ঋণ, ব্যবসা ঋণ, মহিলা উন্নয়ন ভিত্তিক ঋণ,  প্রবাসী লোন নেওয়ার সহজ উপায় 2023: আস্লামালাইকুম আমি মহিউদ্দিন discoverbro.com থেকে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে আপনারা ক্ষুদ্রঋণ নিতে পারেন, অতি সহজ ভাবে।

সে ক্ষেত্রে পূর্নাঙ্গ আলোচনা করব আপনাদের সাথে সব বিস্তারিত রূপে, যাতে করে আপনারা কোন ভোগান্তি ছাড়াই অতি সহজে আপনারা আপনার দোকান, ব্যবসা প্রতিষ্টান, কৃষিকাজে ,গবাদি পশু পালন, কুটিরশিল্প and সমস্ত কিছু।

আরো অনেক কিছু আছে ছোটখাটো ব্যবসার মধ্যে আপনারা এই মূলধন পূজিতা আপনারা বাড়াতে পারেন, and আপনাদের সমস্ত কাজে। তাই আজকে আপনাদের জন্য সবকিছু বিস্তারিত আলোচনা করব পার্সোনাল ঋণ, কৃষি ঋণ, এডুকেশন ঋণ, ব্যবসা ঋণ, মহিলা উন্নয়ন ভিত্তিক ঋণ,  প্রবাসী লোন ক্ষুদ্রঋণের সম্পর্কে চলেন শুরু করি বিস্তারিত।

Shakti Foundation শক্তি ফাউন্ডেশন এনজিও থেকে ক্ষুদ্রঋণ ও পার্সোনাল লোন নেওয়ার সহজ উপায় – (Shakti Foundation এনজিও লোন)

দেখুন আমি প্রথমে বলে দিচ্ছি আপনাকে, আপনি যদি শক্তি ফাউন্ডেশন এনজিও থেকে ক্ষুদ্রঋণ ও পার্সোনাল লোন নিতে আগ্রহী হন অথবা ক্ষুদ্রঋণ লোন নিতে চান। তাহলে আপনার বয়স নূন্যতম 18 থেকে সর্বোচ্চ 65 পরিসীমা আপনার হতে হবে। তারপর আপনি ক্ষুদ্র ঋণের জন্য যোগ্য হিসেবে গণ্য হবেন।

যখন আপনি আপনার মনকে স্থির করবেন এই ক্ষুদ্রঋণ ও পার্সোনাল টা নেওয়ার জন্য। আপনার খেয়াল রাখতে হবে তখন আপনার আশেপাশে অথবা আপনার থানায় অথবা আপনার এলাকায় শক্তি ফাউন্ডেশন এদের অফিস আছে কিনা। যদি শক্তি ফাউন্ডেশন অফিস থাকে, সেখানে গিয়ে আপনি খোঁজ খবর নিয়ে, আপনি একটা হিসাব open করবেন।

এবং সম্পূর্ণ বিস্তারিত ওদের কাছ থেকে জানতে পারবেন কি কি আপনার প্রয়োজন পড়বে। এবং সদস্য হওয়ার জন্য কি কি আপনার দেওয়া লাগবে তাও আমি এখানে বিস্তারিত বলে দেবো, তারপর এখান থেকে আপনারা কি কি লাগবে সবকিছু নিয়ে অফিসে চলে যাবেন।

যখন আপনি শক্তি ফাউন্ডেশন ওদের সাথে যোগাযোগ করার পরে, আপনি যখন সদস্য হয়ে যাবেন ওই সংস্থার সাথে। আপনি একটা সদস্যপদ পেয়ে যাবেন, একটি বই দেবে আপনাকে পাশ বই। পাশ বইয়ের মধ্যে আপনারা এক থেকে 500 টাকা পর্যন্ত জমা রাখবেন, অথবা দৈনিক অথবা সাপ্তাহিক আপনারা ওইখানে সঞ্চয় করতে পারবেন, বিশটাকা থেকে শুরু করে আপনি হাজার টাকা পর্যন্ত।

সঞ্চয় হিসেবে রাখতে পারবেন সঞ্চয়ভিত্তিক আপনার ঋণ অনুমোদন হবে। তখন আপনি ক্ষুদ্রঋণ লোন এর জন্য আবেদন করবেন, তখন আপনার ক্ষুদ্রঋণ, পার্সোনাল লোন টি অতি সহজে গ্রহণযোগ্যতা পাবে।

Shakti Foundation NGO Loan Interest Rate – এনজিও ঋণের সুদের হার 2023

দেখুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা কথা ক্লিয়ার কাট বলি সরকারি আইন অনুযায়ী 13 পারসেন্ট এর উপরে কেউ ইন্টারেস্ট নেই না এবং নেওয়া মানা।  কিন্তু আমরা যখন লোন নি তখন আমাদের ইন্টারেস্ট রেট চলে যায় 20 থেকে 26 শতাংশ। কারণ আপনাকে আজকে 1 লক্ষ টাকা ঋণ প্রদান করল যেকোনো এনজিও সংস্থা অথবা ব্যাংক।

তখন সে টাকার ইন্টারেস্ট একসাথে হিসাব করে বছরে কত টাকা আসছে সেটি একটি অ্যামাউন্ট যোগ করে আপনার হিসাবে বসিয়ে দে। এরপরে আপনি তখন এর কিস্তির মাধ্যমে মাসিক অথবা সাপ্তাহিক ভাবে আপনি লোনটা পরিশোধ করতেছেন, তখন আপনি হিসাব করে দেখবেন আপনার লোনের পার্সেন্টিস দাঁড়িয়ে গেছে 20 থেকে 26 শতাংশ।

শক্তি ফাউন্ডেশন এনজিও তে ক্ষুদ্রঋণ ও পার্সোনাল লোন এর কি কি সুবিধা আছে:

  • শক্তি ফাউন্ডেশন এনজিও থেকে যদি আপনি পার্সোনাল ঋণ, কৃষি ঋণ, এডুকেশন ঋণ, ব্যবসা ঋণ, মহিলা উন্নয়ন ভিত্তিক ঋণ, প্রবাসী লোন, home loan, ক্ষুদ্রঋণের লোন নিতে চান, তবে আপনার কোনো ধরণের ভোগান্তির শিকার হতে হবে না, যদি আপনার ডকুমেন্ট গুলো সব ঠিক থাকে।
  • শক্তি ফাউন্ডেশন হলো বাংলাদেশের মধ্যে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, বহুদিন ধরে ওরা মানুষের মাঝে ঋণ বিতরণ করে আসতেছে, তাই তারা কোন ধরনের অনিয়ম করেনা।
  • লোন নেওয়ার ক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা টাকাপয়সা ফি লাগেনা।
  • হ্যাঁ তবে যদি আপনি এক লাখ টাকার থেকে উপরে লোন নেন, তাহলে আপনার একটা ইন্সুরেন্স করতে হবে এর যেই টাকাটা আসবে সেই টাকাটা আপনাকে বহন করতে হবে। 
  • লোন পরিশোধের সময়সীমা থাকে এক বছর থেকে দুই বছর মেয়াদী পর্যন্ত।

কোন ক্ষেত্রে শক্তি ফাউন্ডেশন  এনজিও থেকে আপনারা লোন পাবেন

  • পার্সোনাল ঋণ
  •  কৃষি ঋণ
  •  এডুকেশন ঋণ
  •  ব্যবসা ঋণ
  •  মহিলা উন্নয়ন ভিত্তিক ঋণ
  • প্রবাসী লোন
  • home loan
  • ক্ষুদ্রঋণের

শক্তি ফাউন্ডেশন  এনজিও তে লোন/ঋণ আবেদন করতে কি লাগবে:

  • একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বর্তমান সময়ের।
  • ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট থাকতে হবে।
  •  ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এর ফটোকপি।
  •  অফিস আইডি কার্ড এর ফটোকপি। (এটি শুধু পার্সোনাল ঋণ এর জন্য)
  • আপনার কোম্পানি থেকে একটি সেলারি সার্টিফিকেট দেখাতে হবে আপনার মাসিক বেতন কত। (এটি শুধু পার্সোনাল ঋণ এর জন্য)
  • ছয় মাসের আপনার ব্যাংক হিসাবের স্টেটমেন্ট দেখাতে হবে। (এটি শুধু ঋণ এর পার্সোনাল জন্য)
  • আপনি যে এলাকায় আছেন এলাকার দুইজন যাবেন দার প্রয়োজন হবে এবং তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট কফি  আর দুইটা রঙিন ছবি লাগবে। 
  • 50 হাজার টাকার উপরে যদি আপনি লোন নিতে যান, তবে আপনার তিনটা চেকের প্রয়োজন পড়বে, যেটা সিকিউরিটি পারপাসে ওরা রাখবে।
  • আপনার ব্যবসা প্রতিষ্ঠান এগ্রিমেন্ট পেপার এর ফটোকপি। (ব্যবসা ঋণ এর)
  •  আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স যেটা আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনারা নিয়ে থাকেন তার ফটোকপি। (ব্যবসা ঋণ এর)

শক্তি ফাউন্ডেশন – Shakti Foundation NGO Info:

Websitehttps://www.shakti.org.bd/
Email[email protected]
Phone+88 09613-444111, +88 02-58052031, +88 01819850148
Head officeHouse 04, Road 1 (Main Road), Block A, Section 11, Mirpur, Pallabi, Dhaka 1216.
Facebook@SFDWbd
Linkedin@shaktifoundation
YouTube@shaktifoundation

Shakti Foundation ONLINE Job APPLICATION

শক্তি ফাউন্ডেশনে একটি পদের জন্য কীভাবে আবেদন করবেন তার বিশদ বিবরণ। কর্মসংস্থান খোলা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটে সরাসরি অনলাইন চাকরির আবেদন করতে পারেন এবং অফিসে যোগাযোগ করতে পারেন। আপনি অনলাইনে শক্তি ফাউন্ডেশন এবং এর কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তথ্যের অতিরিক্ত উত্স পেতে পারেন।

শক্তি ফাউন্ডেশন Google Map

ABOUT Shakti Foundation bangladesh

A non-profit organization in Bangladesh called The Shakti Foundation seeks to provide impoverished women and girls with education and job training opportunities. The company was established in 1992 and operates across the nation in a number of places.

The goal of the Shakti Foundation is to advance the social, economic, and political empowerment of women and girls in Bangladesh, with a special emphasis on those who are disenfranchised or underprivileged because of deprivation, incapacity, or other factors. Programs offered by the organization include help for health and nutrition, microfinance, and education and vocational training.

Read More:

সমাপ্তি

বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ইনজয় করছেন, আমার এই শক্তি ফাউন্ডেশন লোন/ঋণ পার্সোনাল ঋণ, কৃষি ঋণ, এডুকেশন ঋণ, ব্যবসা ঋণ, মহিলা উন্নয়ন ভিত্তিক ঋণ,  প্রবাসী লোন, home loan, ক্ষুদ্রঋণের পোস্টটি নিয়ে। এবং পোস্টটি পড়ার পরে, আপনাদের চিন্তা ভাবনা টা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিভাবে আপনার একটা পার্সোনাল ঋণ, কৃষি ঋণ, এডুকেশন ঋণ, ব্যবসা ঋণ, মহিলা উন্নয়ন ভিত্তিক ঋণ,  প্রবাসী লোন, home loan, ক্ষুদ্রঋণের লোন নিতে পারবেন।

সে ব্যাপারে পূর্ণাঙ্গ এই পোস্টটি লিখেছি, এবং আশা করি আপনারা অতি সহজে এই পার্সোনাল ঋণ, কৃষি ঋণ, এডুকেশন ঋণ, ব্যবসা ঋণ, মহিলা উন্নয়ন ভিত্তিক ঋণ,  প্রবাসী লোন, home loan, ক্ষুদ্রঋণের লোন পেয়ে যাবেন। আপনার পাশে থাকা শক্তি ফাউন্ডেশন থেকে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই পোস্টটি পড়ার জন্য আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই পোস্টে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে অন্যরাও একটু উপকৃত হয় ধন্যবাদ।

Shaer With Love

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock