সাজেদা ফাউন্ডেশন এনজিও পার্সোনাল লোন নেওয়ার সহজ উপায় 2022: আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি মহিউদ্দিন discoverbro.com ওয়েবসাইট থেকে, আজকে আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আমরা অতি সহজে পারসোনাল লোন নিতে পারি।
পার্সোনাল লোন এর ক্ষেত্রে অনেক ধরণের আছে, অর্থাৎ অনেক ব্যাংক এনজিও এই সমস্ত, অনেক সংস্থা আছে যেগুলো আমাদেরকে পার্সোনাল লোন দিয়ে থাকে। আমরা আজকে সাজেদা ফাউন্ডেশন থেকে কিভাবে, আমরা অতি তাড়াতাড়ি এবং কোন ভোগান্তি ছাড়াই কীভাবে লোনটা নিতে পারব। সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। এবং কি কি প্রয়োজন আপনার পরবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাহলে আলোচনা শুরু করি।
- 1 Sajida Foundation এনজিও থেকে পারসোনাল লোন নেওয়ার যোগ্যতা – (Sajida Foundation এনজিও লোন)
- 2 Sajida Foundation NGO Loan Interest Rate – এনজিও ঋণের সুদের হার 2022
- 3 সাজেদা ফাউন্ডেশন এনজিও তে পার্সোনাল লোন এর কি কি সুবিধা আছে:
- 4 কোন ক্ষেত্রে সাজেদা ফাউন্ডেশন এনজিও থেকে আপনারা লোন পাবেন
- 5 সাজেদা ফাউন্ডেশন এনজিও তে আবেদন করতে কি লাগবে:
- 6 NGO SAJIDA – Sajida Foundation NGO Info:
Sajida Foundation এনজিও থেকে পারসোনাল লোন নেওয়ার যোগ্যতা – (Sajida Foundation এনজিও লোন)
দেখুন সাজেদা ফাউন্ডেশন থেকে যদি আপনি পার্সোনাল লোন নিতে চান, তাহলে আপনার ন্যূনতম বয়স 18 হতে হবে এবং সর্বোচ্চ 65 এর মধ্যে আপনার বয়স সীমা থাকতে হবে। তাহলে আপনি পার্সোনাল লোন এর জন্য গণ্য হবেন।
Read More: starting a successful business 10 High Profit Unique Business Ideas
আপনি যখন লোন নিতে আগ্রহী হবেন, তখন আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার এলাকায় সাজেদা ফাউন্ডেশন আছে কিনা তা দেখবেন, অথবা আপনার এরিয়াতে আছে কিনা সেটা আমি খোঁজ নিবেন, খোঁজ নেওয়ার পরে গিয়ে ওইখানে আপনার একটা হিসাব খুলতে হবে এবং আপনাকে সদস্য হতে হবে।
অল্পকিছু পরিমাণের ওইখানে আপনার সঞ্চয় রাখতে হবে যেগুলো আপনার সঞ্চয় হিসেবে বিবেচনা হবে। দৈনিক অথবা সাপ্তাহিক বা মাসিক আপনি 20 টাকা থেকে শুরু করে 100 টাকা 200 টাকা এভাবে করে আপনি কিছুটা সঞ্চয় করার পরে। যখন আপনার হাজার দেড়হাজার টাকা সঞ্চয় হয়ে যাবে। তখন আপনি পার্সোনাল লোন এর জন্য আবেদন করবেন, তখন আপনার পার্সোনাল লোন টি অতি সহজে গ্রহণযোগ্যতা পাবে।
Sajida Foundation NGO Loan Interest Rate – এনজিও ঋণের সুদের হার 2022
দেখুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা কথা ক্লিয়ার কাট বলি সরকারি আইন অনুযায়ী 13 পারসেন্ট এর উপরে কেউ ইন্টারেস্ট নেই না এবং নেওয়া মানা। কিন্তু আমরা যখন লোন নি তখন আমাদের ইন্টারেস্ট রেট চলে যায় 20 থেকে 26 শতাংশ। কারণ আপনাকে আজকে 1 লক্ষ টাকা ঋণ প্রদান করল যেকোনো এনজিও সংস্থা অথবা ব্যাংক। তখন সে টাকার ইন্টারেস্ট একসাথে হিসাব করে বছরে কত টাকা আসছে সেটি একটি অ্যামাউন্ট যোগ করে আপনার হিসাবে বসিয়ে দে। এরপরে আপনি তখন এর কিস্তির মাধ্যমে মাসিক অথবা সাপ্তাহিক ভাবে আপনি লোনটা পরিশোধ করতেছেন, তখন আপনি হিসাব করে দেখবেন আপনার লোনের পার্সেন্টিস দাঁড়িয়ে গেছে 20 থেকে 26 শতাংশ।
Read More: ছোট ব্যবসা শুরু করুন গ্রাম অথবা শহর থেকে.
সাজেদা ফাউন্ডেশন এনজিও তে পার্সোনাল লোন এর কি কি সুবিধা আছে:
- সাজেদা ফাউন্ডেশন এনজিও থেকে যদি আপনি পার্সোনাল লোন নিতে চান, তবে আপনার কোনো ধরণের ভোগান্তির শিকার হতে হবে না, যদি আপনার ডকুমেন্ট গুলো সব ঠিক থাকে।
- সাজেদা ফাউন্ডেশন হলো বাংলাদেশের মধ্যে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, বহুদিন ধরে ওরা মানুষের মাঝে ঋণ বিতরণ করে আসতেছে, তাই তারা কোন ধরনের অনিয়ম করেনা।
- লোন নেওয়ার ক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা টাকাপয়সা ফি লাগেনা।
- হ্যাঁ তবে যদি আপনি এক লাখ টাকার থেকে উপরে লোন নেন, তাহলে আপনার একটা ইন্সুরেন্স করতে হবে এর যেই টাকাটা আসবে সেই টাকাটা আপনাকে বহন করতে হবে।
- লোন পরিশোধের সময়সীমা থাকে এক বছর থেকে দুই বছর মেয়াদী পর্যন্ত।
কোন ক্ষেত্রে সাজেদা ফাউন্ডেশন এনজিও থেকে আপনারা লোন পাবেন
- পার্সোনাল ঋণ
- কৃষি ঋণ
- এডুকেশন ঋণ
- ব্যবসা ঋণ
- মহিলা উন্নয়ন ভিত্তিক ঋণ
সাজেদা ফাউন্ডেশন এনজিও তে আবেদন করতে কি লাগবে:
- একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বর্তমান সময়ের।
- ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট থাকতে হবে।
- ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এর ফটোকপি।
- অফিস আইডি কার্ড এর ফটোকপি। (এটি শুধু পার্সোনাল ঋণ এর জন্য)
- আপনার কোম্পানি থেকে একটি সেলারি সার্টিফিকেট দেখাতে হবে আপনার মাসিক বেতন কত। (এটি শুধু পার্সোনাল ঋণ এর জন্য)
- ছয় মাসের আপনার ব্যাংক হিসাবের স্টেটমেন্ট দেখাতে হবে। (এটি শুধু ঋণ এর পার্সোনাল জন্য)
- আপনি যে এলাকায় আছেন এলাকার দুইজন যাবেন দার প্রয়োজন হবে এবং তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট কফি আর দুইটা রঙিন ছবি লাগবে।
- 50 হাজার টাকার উপরে যদি আপনি লোন নিতে যান, তবে আপনার তিনটা চেকের প্রয়োজন পড়বে, যেটা সিকিউরিটি পারপাসে ওরা রাখবে।
- আপনার ব্যবসা প্রতিষ্ঠান এগ্রিমেন্ট পেপার এর ফটোকপি। (ব্যবসা ঋণ এর)
- আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স যেটা আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনারা নিয়ে থাকেন তার ফটোকপি। (ব্যবসা ঋণ এর)
Read More: সহজ লোন পাওয়ার উপায়, Uddipan এনজিও ঋণ কিভাবে পাবো সহজভাবে
NGO SAJIDA – Sajida Foundation NGO Info:
Website | sajidafoundation.org |
[email protected] | |
Phone | +8802222290513, +8802222291511 |
@NGOSAJIDA | |
YouTube | @sajidafoundation |
@sajida-foundation |
Sajida Foundation Google Map
সমাপ্তি
বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ইনজয় করছেন, আমার এই পোস্টটি নিয়ে। এবং পোস্টটি পড়ার পরে, আপনাদের চিন্তা ভাবনা টা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিভাবে আপনার একটা পার্সোনাল লোন নিতে পারবেন। সে ব্যাপারে পূর্ণাঙ্গ এই পোস্টটি লিখেছি, এবং আশা করি আপনারা অতি সহজে এই পার্সোনাল লোন পেয়ে যাবেন। আপনার পাশে থাকা সাজেদা ফাউন্ডেশন থেকে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই পোস্টটি পড়ার জন্য আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই পোস্টে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে অন্যরাও একটু উপকৃত হয় ধন্যবাদ।
I am needed something Kisu poriman money 💸.i am doing to garments rejected products.something Kisu poriman taka loner Jonno apply kortam.kindly Jodi amaka aktu helps kortan.Ami uddipon protistan Ka onak like kori.amar business development korbar Jonno lone ta proyojon.kindly jessore.navaron.sharsha.benapole.apnadar shaka office ar location or contact number Jodi send kortan.ami loner Jonno apply or contact number Khota boltam.amar location jessore.sharsha.benapole.my contact number is 01939956162
Lone apply kortam business development korbar Jonno kindly Jodi apnader protistanar contact number or location send kortan.ami garments regect Malar business development korbar Jonno lone apply kortam.amar location jessore.navaron.sharsha.benapole.my contact number is 01939956162.
vai apner asy pasy onak ngo asy oi kan sesta koron asa kori pay a jaban