UDDIPAN NGO 2022: উদ্দীপন এনজিও লোন নেওয়ার পদ্ধতি আপনারা জানতে চান? যদি আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী অথবা নিজের জন্য কিছু উদ্দীপন এনজিও থেকে লোন নিতে চান। সে সম্পর্কে আপনার কিছু তথ্য পদ্ধতি জানতে হবে। সেই তথ্যটা আমি আপনাদেরকে এইখানে দেবো, যাতে করে আপনারা উদ্দীপন এনজিও থেকে খুব সহজে আপনারা লোন নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে চলুন আমরা পড়েনি কিভাবে আমরা উদ্দীপন এনজিও থেকে লোন নেবো।
আমি মহিউদ্দিন আমি একজন UDDIPAN NGO গ্রাহক, অর্থাৎ আমি নিজে উদ্দীপন এনজিও থেকে লোন নিয়েছে। এবং লোন এখনো চালাচ্ছি, তাই আমি আপনাদেরকে বলতে পারি কিভাবে আপনারা উদ্দীপন এনজিওতে কে অতি সহজ ভাবে লোন নিতে পারবেন এবং কি কি পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে।
এই উদ্দীপন এনজিও থেকে লোন নেওয়ার সম্পূর্ণ পদ্ধতি আমি এখানে বর্ণনা করছি। আপনারা যাতে করে অতি সহজে আপনার পার্সোনাল, ব্যবসায়ীক, কৃষিখাতে, ক্ষুদ্রঋণ ,যেকোনো ঋণের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন উদ্দীপন এনজিও তে। read more: NGO Loan.
- 1 একটু করে জেনে নিও UDDIPAN NGO টা কি
- 2 আপনাকে উদ্দীপন এনজিও থেকে লোন নিতে কি করতে হবে
- 2.1 উদ্দীপন এনজিও লোন নেওয়ার পদ্ধতি 2022 ব্যবসায়ীদের জন্য
- 2.2 উদ্দীপন থেকে লোনটা পেতে কতদিন লাগবে আপনার
- 2.3 উদ্দীপন এনজিও কিস্তি পরিশোধ পদ্ধতি কি রকম
- 2.4 উদ্দীপন এনজিও কতদিন মেয়াদী এই লোন টা দিয়ে থাকে
- 2.5 উদ্দীপন এনজিও এর সুদের হার কত
- 2.6 UDDIPAN NGO Online Info:
- 2.7 UDDIPAN NGO Phone:
- 2.8 উদ্দীপন এনজিও কল সেন্টার নম্বর:
- 2.9 UDDIPAN NGO Fax:
- 2.10 উদ্দীপন এনজিও ঠিকানা:
- 2.11 উদ্দীপন এনজিও গুগল ম্যাপ
- 2.12 সর্বশেষ আমাদের বাণী
একটু করে জেনে নিও UDDIPAN NGO টা কি
UDDIPAN NGO টা হল একটি ঋণদাতা সংস্থা, যেটা গ্রামে-গঞ্জে সিটিতেও ক্ষুদ্র ও মাঝারি ঋণ দিয়ে থাকে। ব্যবসার জন্য, কৃষি খাতের জন্য, খামারের জন্য, এবং পার্সোনাল ভাবে, যেকোন বিষয়ে আপনি উদ্দীপন থেকে ঋণ নিতে পারবেন। সে কাজটা তাড়া করে আসতেছে আজকে বহু বছর যাবৎ। আপনারা সবাই জানেন এই উদ্দীপন এনজিও অনেক পুরনো একটা এনজিও। তারা সবসময় মানুষের পাশে আছে এবং মানুষের পাশে থেকে কাজটা করে যাচ্ছে। মানুষের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টাকা-পয়সার জোগানদাতা দিচ্ছে ঋণের মাধ্যমে এটা হল উদ্দীপনের কিছু তথ্য।
আপনাকে উদ্দীপন এনজিও থেকে লোন নিতে কি করতে হবে
UDDIPAN NGO থেকে আপনি যদি লোন নিতে চান তাহলে আপনার করণীয়, তা হল তাদেরকে বলতে হবে আপনি কিসের কাজে এই লোন নিতে চান। অর্থাৎ আপনি কি কৃষি খামারের জন্য নিবেন অথবা আপনার ফ্যামিলির পার্সোনাল নেবেন অথবা আপনার কোন ব্যবসা আছে সেটার মাধ্যমে নিবেন সেই তথ্যটা আপনাকে উপস্থাপন করতে হবে।
তারপর উদ্দীপন সদস্যরা আপনাকে একটা ভর্তি ফরম দেবে সে ফোনটা আপনারা ফিলাপ করবেন। করার পরে আপনাকে ওদের সদস্য পথ হিসেবে একজন গ্রাহক হিসেবে আপনাকে স্বীকৃতি দেবে। দেওয়ার পরে আপনার জন্য একটা পাস বইয়ের হবে সে ভিত্তিতে আপনাকে আপনার জন্য লোনের আবেদন করবে।
যদি আপনি নিজের জন্য ক্ষুদ্র ঋণ নিতে চান তাহলে আপনার প্রয়োজন পড়বে যে ডকুমেন্টগুলো। সে ডকুমেন্টগুলো আমি নিচে লিখে দিচ্ছি সেগুলো আপনার প্রয়োজন পড়বে, এবং কি কি লাগবে সম্পূর্ণ তথ্য আমি এখানে দিচ্ছি।
- আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- আপনার পরিবারের সদস্য শামী, বাবা, বাই, মা অথবা আপনার বউ এর সদস্য গুলোর যেকোনো একজনের ভোটার আইডি কার্ড এর ফটোকপি লাগবে।
- পাসপোর্ট সাইজ দুই কপি রঙ্গিন ছবি লাগবে।
- সজল একটি ব্যাংক একাউন্টের চেক লাগবে দুইটা।
- দুইজন জামিনদার লাগবে, যারা আপনাকে চিনে এবং আপনি তাদেরকে চিনেন সেইরকম দুইজন জামিনদারের আইডি কার্ডের ফটোকপি সহ ছবি লাগবে।
উদ্দীপন এনজিও লোন নেওয়ার পদ্ধতি 2022 ব্যবসায়ীদের জন্য
আপনি যদি একজন ব্যবসায়ী হিসেবে লোন নিতে চান, উদ্দীপন এনজিও থেকে। তবে আপনার প্রয়োজন পড়বে আপনার সর্বপ্রথম যেটা অবশ্য অবশ্যই প্রয়োজন পড়বে:
- আপনার দোকানের একটি একটি লাইসেন্স।
- আপনার আইডি কার্ডের ফটোকপি।
- আপনার দুই কপি রঙ্গিন ছবি।
- আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেকের পাতা।
- আপনার পরিবারের যেকোনো একজন সদস্য আইডি কফি।
- এবং একটি রঙিন ছবি।
- আপনার জামিনদার লাগবে দুইজন, যেগুলো আপনারা চিনে জানে সে রকম, তাদেরও আইডি কার্ডের ফটোকপি এবং রঙিন ছবি দরকার পড়বে।
উদ্দীপন থেকে লোনটা পেতে কতদিন লাগবে আপনার
- আপনি সম্পূর্ণ রেক্রুটমেন্ট যদি পূরণ করেন তাহলে আপনার 2-3 দিন কর্মদিবসে আপনার লোনটা পাস হয়ে যায় এবং আপনারা লোনটা পেয়ে যাবেন।
উদ্দীপন এনজিও কিস্তি পরিশোধ পদ্ধতি কি রকম
উদ্দীপন এনজিও তে আপনি কিস্তি পরিশোধের পদ্ধতি টা হল:
- সপ্তাহিক কিস্তি
- মাসিক কিস্তি
উদ্দীপন এনজিও কতদিন মেয়াদী এই লোন টা দিয়ে থাকে
- উদ্দীপন এনজিও এর সময়সীমা হল 10 থেকে 12 মাস এর মধ্যে আপনার কিস্তি পরিশোধ করতে হবে।
উদ্দীপন এনজিও এর সুদের হার কত
- দেখুন যে কোন এনজিও থেকে আপনি যদি লোন নেন না কেন। তাহলে হিসাব করে যদি দেখেন তাহলে আপনার 24% কাছাকাছি আপনার সুদের হার পড়ে যায়। যেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওরা বলে থাকে সুদের হার 13%।
UDDIPAN NGO Online Info:
Website | uddipan.org |
[email protected] [email protected] | |
@uddipan.org | |
@UDDIPAN_org | |
@uddipan |
UDDIPAN NGO Phone:
- +৮৮ ০২ ৫৮১৫৩২১৬,
- +৮৮ ০২ ৯১৪৫৪৪৮
উদ্দীপন এনজিও কল সেন্টার নম্বর:
- ০৯৬৭৭ ২২২ ৪৪৪
UDDIPAN NGO Fax:
- +৮৮ ০২ ৯১২১৫৩৮
উদ্দীপন এনজিও ঠিকানা:
ঠিকানা: বাড়ি নম্বর – ০৯, রোড নং- ০১, ব্লক -এফ
জনতা কো-অপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেড
রিং রোড, আদাবর, ঢাকা -১২০৭
উদ্দীপন এনজিও গুগল ম্যাপ
আপনার যদি লোন সম্পর্কে আরো ধারণা প্রয়োজন পড়ে, তাহলে এখানে আরো পড়তে পারবেন। লোন সম্পর্কে অন্যান্য বিভিন্ন ব্যাংক থেকে কিভাবে আপনারা লোন নেবেন। এনজিও থেকে লোন নেবেন সে ব্যাপারে তথ্য এখানে দেওয়া আছে এই পোস্টগুলো চাইলে আপনি পড়ে নিতে পারবেন।
- আশা এনজিও (asa ngo loan) থেকে লোন নেওয়ার জন্য আপনি আগ্রহী | খুব সহজে আশা এনজিওব্যাংক থেকে লোন 2022|asa ngo loan 2022
- আজি নিয়ে নিন প্রবাসী লোন অল্প সুদে যেকোন ব্যাংক অথবা এনজিও থেকে 2022
- সাজেদা ফাউন্ডেশন এনজিও থেকে পার্সোনাল লোন নেওয়ার সহজ উপায় 2022
- সহজ লোন পাওয়ার উপায়, এনজিও ঋণ কিভাবে পাবো সহজভাবে | Uddipan NGO Loan
সর্বশেষ আমাদের বাণী
আশা করি আপনারা সবাই আমার এই পোষ্টের মাধ্যমে, উদ্দীপন এনজিও লোন নেওয়ার পদ্ধতি 2022 কিরকম। এবং কিভাবে আপনারা অতি সহজেই উদ্দীপন এনজিও থেকে লোন নিবেন। সেই তথ্যটা এই পোষ্টের মধ্যে পেয়ে গেছেন। এবং আপনারা অনেক খুশি হয়েছেন আশা রাখবো, আর আপনাদের যদি কোন মন্তব্য থাকে আমাদেরকে জানাবেন, আমরা অতি আগ্রহের সাথে আপনাদের সেই মন্তব্য উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। এবং এই পোস্টটা শেয়ার করে দিন যাতে অন্যরাও এর থেকে উপকৃত হয়।